নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ২৯ জানুয়ারি সোমবার বিকেলে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আরএম সিটির ব্যবসায়ীরা।
তোফাজ্জল খান রকির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুলাউড়া দোকান মালিক ভাড়াটিয়া সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম, ক্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সেক্রেটারি অশোক ধর, ব্যবসায়ী আব্দুল করিম বাচ্চু, তৌহিদুর রাব্বি রুনাল প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া শহরের আরএম সিটি মার্কেটের কাপড়ের দোকান কর্মচারী উপজেলার বেগমানপুর গ্রামের রাহুল দাস (১৮) ২৮ জানুয়ারি রোববার দুপুরে টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য বের হলে উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭), কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) জরুরি কথা বলার জন্য মার্কেটের পেছনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এঘটনায় দোকান মালিক তৌহিদুর রাব্বি রুনাল কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।