নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুর রহমান মামুন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে ইউএনও মামুন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায়, সিলেট জেলার অধিবাসী ইউএনও মামুন ২০০৯ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে ৩৩তম বিসিএসে তিনি প্রশাসনে যোগ দেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাবো।