মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত


স্টাফ রিপোর্টার: ২০ ডিসেম্বর মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। মৌলভীবাজারবাসীর স্বজন হারানো একটি দিন। ১৯৭১ সালের এদিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক হানাদারদের ফেলে যাওয়া মাইন বিস্ফেরাণে নিহত হন ৩১ জন ঘরে ফেরার অপেক্ষায় থাকা বীর মুক্তিযোদ্ধা।

দিবসটি উপলক্ষে বুধবার ২০ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্য্যালয় মাঠে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে শহীদস্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিকেলে শহীদদের স্মরণে স্মৃতিচারণ এবং বীরমুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পরিষদ।

১৯৭১ সালের ২০ ডিসেম্বর দুপুর বেলা আকষ্মিক বিদ্যালয় ভবনে মাইন বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। মাইন বিস্ফোরণে ক্যাম্পে থাকা মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। এসময় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা হতাহত হন।

পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণপূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকেই মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর স্থানীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

Post a Comment

Previous Post Next Post