মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বিএনপি কোন মনোনয়নপত্র ক্রয় না করলেও   এখন পর্যন্ত আওয়ামীলীগ, জাতীয় পাটি, জাসদ, তৃণমুল বিএনপি, ইসলামী ঐক্যজুট, ইসলামী ফন্ট, বিকল্পধারা, মুক্তিজুটসহ আটটি রাজনৈতিক দল ও সতন্ত্র মিলিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেছেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে বুধবার জাসদের দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস শাহীন আকন্দ জানান, বুধবার ২৯ নভেম্বর বিকেল পর্যন্ত একাধিক দলে প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন। পাশাপাশি প্রত্যেক আসনে সতন্ত্র প্রার্থীও আছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী এম সাহাব উদ্দিন, জাতীয় পাটি থেকে আহমদ রিয়াজ। এছাড়াও একই আসনের জুড়ী উপজেলা থেকে দুইজন সতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা হলেন ফারুক আহমেদ ও মো: ময়নুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন আওয়ামীলীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মো: বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফন্ট থেকে আব্দুল মোস্তাকিন তামিম, বিকল্পধারা বাংলাদেশ থেকে মো: কামরুজ্জামান সিমু, তৃনমুল বিএনপি থেকে এম এম শাহীন। এছাড়াও  সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করেছেন এ কে এম শফি আহমদ সালমান ও মো: আব্দুল মতিন।

 মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এই আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, জাতীয় পাটি থেকে রুহুল আমিন ও মো: আলতাফুর রহমান, মুক্তি জুট থেকে মো: ফাহাদ আলম, জাসদ থেকে আব্দুল মোচ্ছাব্বির। এছাড়াও সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম ও সাদিকুর রহমান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, ইসলামী ঐক্যজোট থেকে মো: আনোয়ার হোসাইন ও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন নজরুল ইসলাম।

বুধবার বিকেলে মৌলভীবাজার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাসদের এডভোকেট বদরুল হোসেন ইকবাল ও মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে আব্দুল মসব্বির মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালামের কাছে জাসদ মনোনিত এ দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম জানান, জাসদের দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেয়ার পর প্রার্থীরা আইন মেনে নির্বাচনে অংশগ্রহন করার আশা ব্যাক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল এবং জাসদের কেন্দ্রীয় নেতা মোস্তাক চৌধুরী, জাকির হোসেন খানসহ জেলা উপজেলার অনেক নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post