স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের আংশিক কমিটি গঠন। নব-নির্বাচিত সভাপতি রুবেল বখস পাবেল, সাধারণ সম্পাদক আহমদ ইমতিয়াজ মাহি।
২১ শে অক্টোবর শনিবার -রাত ৮:৩০ মিনিটের সময় কুলাউড়ার এ ওয়ান রেস্টুরেন্টে সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পুরনো কমিটি ভেঙে আংশিক নতুন কমিটি গঠন করা হয়। সবুজ সিংহ কুলাউড়ার সাবেক সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বখস কে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের নব-নির্বাচিত সভাপতি রুবেল বখস পাবেল, আহমদ ইমতিয়াজ মাহি কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। সংগঠনের আইন অনুযায়ী ২১ দিনের মধ্যে সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নব-নির্বাচিত সভাপতি বলেন কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাব কে এগিয়ে নিয়ে যেতে হলে সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সবার সহযোগিতায় সবুজ সিংহ ক্লাবকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব।