স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন সৃষ্টি কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চেতনায় নজরুল’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর পৌর মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলার সভাপতি কবি মায়া ওয়াহেদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম।
মুখ্য আলোচক সভাপতি কবি আব্দুল মতিন, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ছায়ানট কলকাতার সভাপতি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক সোমঋতা মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর।
ঐন্দ্রিলা চাকলাদারের সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর মো: শাহজাহান, অধ্যাপক সৈয়দ মুজিব, ড. রণজিত সিংহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, ডা. অঞ্জন ভৌমিক, সিনিয়র সাংবসদিক নুরুল ইসলাম শেফুল, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন কলকাতা নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতার। কাজী নজরুল ইসলামে কবিতা আবৃত্তি করেন লেখক আজিজুল আম্বিয়ার ছোট মেয়ে নিশাত আনজুম এবং কলকাতার শিল্পীকে উপহার তুলে দেন নাফিসা আনজুম।
অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার কবি বর্তমান যুক্তরাজ্যে প্রবাসী নুরজাহান শিল্পী প্রবন্ধগ্রন্থ ‘যে জীবন মানুষের’ মোড়ক উন্মোচন করা হয়।