কুলাউড়ায় আর্ন্তাজাতিক প্রবীণ দিবস উদযাপন


নিউজ ডেস্কঃ সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা প্রতিপাদ্য নিয়ে কুলাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। 

১ অক্টোবর দুপুরে এ উপলক্ষে কর্মধা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। কারিতাসের এসডিডিবি প্রকল্পের কর্মকর্তা লুটমন এডমন্ড পড়–নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার রাজিব দেবনাথ, ইউপি সদস্য আব্দুল কাদির, মাহমুদা আক্তার, রায়না বেগম, প্রবীণ মুরব্বি মনতাজ আলী, শ্রী কৃষ্ণ গোয়ালা, কারিতাস কর্মকর্তা মিজ. মেরিশিয়া তংপেয়ার প্রমুখ। 

প্রবীণ দিবস উপলক্ষে বক্তারা বলেন, সমাজ ও পরিবারে শ্রদ্ধাভাজন ব্যক্তিরা হচ্ছেন প্রবীণরা। প্রবীণরা মাথার মুকুটের মতো মুকুট যেভাবে মাথায় রাখতে হয় প্রবীণদেরও আমরা সম্মান দিয়ে মুকুটের মতো রাখতে হবে। বয়োজ্যোষ্ঠ বয়সে পরিবারের কাছ থেকে প্রবীণরা যাতে কষ্ট না পায় সেজন্য সন্তান ও পরিবারের সকল সদস্যদের আরো আন্তরিক হতে হবে। বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধার পাশাপাশি বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ এসডিডিবি প্রকল্পের মাধ্যমে কুলাউড়া উপজেলায় প্রবীণদের কল্যাণে কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠান উপলক্ষে দুই শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে বিশাল এক র‌্যালী অনুষ্ঠিত হয়। 

Post a Comment

Previous Post Next Post