নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মেম্বার কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন ইউনিয়নের মেম্বারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ হয়।
এতে মো. ফজলুল আউয়ালকে (জয়চণ্ডী) আহবায়ক ও আতাউর রহমান আতিককে (কাদিপুর) সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. মজিদ মিয়া (ভাটেরা), মাহবুব হাসান জসিম (ভূকশিমইল), নোমান আহমদ সিদ্দিকী (ভূকশিমইল) ও মো. মশাহিদ আলী (কর্মধা)।
এ ছাড়া সদস্যরা হলেন- মো. মকদ্দছ আলী (শরীফপুর), মো. শামছুল হক সুন্দর ( ব্রাহ্মণ বাজার), আব্দুল মালিক ফজলু (টিলাগাঁও), দিপু ধর (কাদিপুর), তৈমুছ খান (বরমচাল), মো. মনির মিয়া (পৃথিমপাশা), শায়েস্তা মিয়া (হাজীপুর), মো. আব্দুল মোক্তাদির মনু (রাউৎগাঁও), মো. মকলিছুর রহমান (ভাটেরা), মো. আব্দুল আলিম (জয়চণ্ডী), মো. ফজলু মিয়া (কুলাউড়া সদর), লক্ষিনারায়ণ অলমিক (কর্মধা), মোছা. আরিফা আক্তার (ব্রাহ্মণ বাজার), মোছা. হাসিনা আক্তার ডলি (কুলাউড়া সদর) ও রেখা রানী দাস (কাদিপুর)।