নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া-ফুলতলা পাহাড়ি সড়কের সাগরনাল চা বাগানে সোমবার সন্ধ্যা ৭টায় হাতির আক্রমণে মাহুত (পরিচালক) গোলাম মোস্তফার (৫০) মৃত্যু হয়েছে।
হাতির মালিক কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। মৃত মাহুত গোলাম মোস্তফার বাড়ি জয়পুরহাটে।
স্থানীয় লোকজন জানান, কুলাউড়া-ফুলতলা পাহাড়ি সড়কের সাগরনালের রহমতের আন্ডর নামক স্থানে হাতিটি তার মাহুত গোলাম মোস্তফাকে আক্রমণ করে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যান।
সাগরনাল ইউনিয়নের মেম্বার প্রদীপ যাদব জানান, গত এক সপ্তাহ আগে ধানের জমিতে হাতির পাল আক্রমণ চালায়। বিষয়টি হাতির মালিকদের জানালেও তারা কোনো প্রতিকার নেননি।
হাতির মালিক আতিকুর রহমান আতিক জানান, হাতিটি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। হাতিটি ধরে আনার জন্য গোলাম মোস্তফাসহ ৬ জন মাহুত সকালে পাহাড়ে যান। বিকাল ৪টায় রহমতের আন্ডর এলাকায় গোলাম মোস্তফার উপর আক্রমণ চালায় হাতিটি। হাতির মাহুত গোলাম মোস্তফা তার বাড়িতে থাকতেন।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, হাতিটি সার্কাসে ছিল। সেখান থেকে আনার পর পাহাড়ে বিচরণ করছে। সেপ্টেম্বর মাসে হাতি উন্মত্ত থাকে। এ সময়টায় প্রজনন মৌসুম। যেকোনো পুরুষ হাতি এ সময় মানুষের ওপর আক্রমণ চালাতে পারে।