বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান এর বাস্তবায়নে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে মোট ১০টি প্রকল্প প্রদর্শিত হয়। প্রকল্পগুলোর নাম- মডার্ণ সিটি, কৃত্রিম ঝর্ণা, রকেট, ভূমিকম্প সংকেত, ডিজিটাল ল্যাব, ডিজিটাল গ্রাম, আধুনিক হোস্টেল, আধুনিক শহর ইত্যাদি।
দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী।
বিজ্ঞান মেলার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াফের কর্মকর্তা জগদীশ চন্দ্র দত্ত, সাইফুদ্দিন সেলিম, আতিকুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অতিথিরা বিজ্ঞান মেলার প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে মাইলফলক উল্লেখ করে সাধুবাদ জানান।
এ সময় শিক্ষকরা প্রকল্পের মূল্যায়ন ও কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করেন।