স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় পালিত হলো সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা সুনিশ্চিতের জন্য চালু হওয়া "আলোর পাঠশালা"র ৪র্থ বর্ষ। 'এসো খেলার ছলে পড়ি, নিজেকে গড়ি' এই স্লোগানকে ধারণ করে ঝরেপড়া শিশুদেরকে নিয়ে, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর "কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা" সংগঠনের মাধ্যমে কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে শুরু করে আলোর পাঠশালা। এবছর ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা ও পুরুষ্কার বিতরণীর মাধ্যমে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে স্কুলের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাকালীন মুখপাত্র আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও বর্তমান মুখপাত্র রুবেল হোসেন ও আব্দুল্লাহ খান রাজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রোমান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়া প্রবাসী গোলাম রাব্বানী মোত্তালিব।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সদস্য সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ, মিফতাউল ইসলাম এলিন, মো: সোহেল আহমদ, আবু বক্কর সিদ্দিক, তাপন দাস, হাবিবুর রহমান হোসাইন, ইয়াছিনুর রহমান নাঈম, তাসনিম আমিন রাহী, ফাহমিদা কাকন, তাহমিনা জাফরিন প্রীতি, তৌহিদুল ইসলাম তায়েফ, মেহেদী হাসান সালমান, মো: আব্দুস সামাদ, সাকিবুর রহমান স্বাধীন।