স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় ৩২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গোলাপ চাঁন কানু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর রাতে বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (হাতা লাইন) এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (হাতা লাইন) এলাকা থেকে মাদক ব্যবসায়ী গোলাপ চাঁন কানুকে আটক করা হয়।
এ সময় তাঁর বসত ঘর থেকে ৩২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে পুলিশ। আটককৃত গোলাপ চাঁন কানু বরমচাল চা বাগান (হাতা লাইন)’র মৃত সীতারাম কানুর ছেলে। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।