স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার শাহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে এই মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লছমন কৈরী, ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মো. রোশন মিয়া, সদস্য আব্দুল মুকিত সোহাগ, রোকসানা আক্তার হোছনা, সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, রোহেনা আক্তার, সৈয়দা আছকিরুন্নেছা প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক লছমন কৈরী। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য মায়েদের অনুরোধসহ বর্তমানে ডেঙ্গু ও জলাতঙ্ক রোগের সচেতনতা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভাপতি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে সবাই অনুধাবন করেছেন বিদ্যালয়ের গুরুত্ব। শিক্ষার্থীদের প্রথমেই গৃহপরিবেশ থেকেই শিক্ষা অর্জিত হয়। তাই শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মানস গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের শিক্ষার বিষয়ে সবক্ষেত্রেই সর্বদা নজর দিতে হবে।