জুড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন

 


বিশেষ প্রতিনিধিঃ জুড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মন্ত্রী বলেন, জুড়ীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে কাঙ্খিত সেবা পাবে মানুষ। এ অঞ্চলের মানুষ অনেকদিন কষ্টে ছিল, কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে বড়লেখা, কুলাউড়া ফায়ার সার্ভিসের সেবা নিতে হতো। এখন  নিজ উপজেলা থেকে সেবা নিতে পারবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক মো মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে, আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ওসি মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপ পরিচালক নিয়াজ উদ্দিন প্রমুখ।

এরপর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রিংকু রন্জন দাসের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন  জেলা আওয়ামী লীগের সদস্য শফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, আব্দুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, আব্দুল কাদির, মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশীদ সাজু প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post