নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অংশে মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, নদীর স্রোতে লাশটি সীমান্তের ওপার থেকেও আসতে পারে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।