স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারে ৬৪৩টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে নতুন ঠিকানা।
বুধবার ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্র্চুয়ালি এ ঘরগুলোর উদ্বোধন করেন।
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গৃহ প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফ উদ্দিন’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার), সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলাকে গৃহ-ভূমিহীন ঘোষণা করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জেলায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ৬৪৩টি গৃহ প্রদান করা হয়। এসব গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি গৃহ প্রদান করা হয়। এর আগে চতুর্থ পর্যায়ে জেলার ৭টি উপজেলায় ১ হাজার ৫৪৬ টি গৃহ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে মৌলভীবাজার সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণাসহ ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ‘ক’ শ্রেণির আওতায় ১৬৫ টি উপকারভোগী ভূমিহীন পরিবারকে জমির দলিল, নামজারির খতিয়ানসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।