কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ


স্টাফ রিপোর্টার: কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৬৬ কোটি ৬৩ লক্ষ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ০৯ আগস্ট বুধবার পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট ঘোষণার আগে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও সচিব শরদিন্দু রায়। বাজেট বক্তব্য উপস্থাপন করেন পৌরসভার অ্যাকাউটেন্ট পনির হোসেন মোল্লা।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৭ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা, উন্নয়ন খাতের মোট আয় ৫৮ কোটি ৪১ লাখ ৯৪ হাজার ১৯৪ টাকা ২৫ পয়সা এবং মোট উন্নয়ন ব্যয় ৫৯ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা।

বাজেট পেশ পূর্ব বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাসযোগ্য পরিকল্পনা গড়ে তুলতে পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন , রাজস্ব বরাদ্ধ পেতে হলে কর পরিশোধকে গুরুত্ব দিতে হয়। কর আদায় করতে গেলে অনেকের বিরাগভাজন হতে হয়। পৌরসভাকে এগিয়ে নিতে পৌর কর প্রদানে নাগরিকদের আস্তরিক হতে হবে।

Post a Comment

Previous Post Next Post