'মায়ের গল্পে আপ্যায়ন'



এমদাদুর রহমান চৌধুরী জিয়া : মায়ের পদতলে সন্তানের বেহেস্ত । এমনটা মনে করে  যে সন্তানরা চলে  তাদের মধ্যে একজন  যুক্তরাজ্যের রাজধানী  লন্ডনে বসবাসকারী  আলাঊল ইসলাম খান  হানি।কুলাউড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। 

হানি নামের এ তরুণ  দেশে ব্যাংক কর্মকর্তা  হিসেবে চাকরি করলেও  জীবন জীবিকার তাগিদে  উন্নত  ভবিষ্যতের চিন্তায়  বছর পাঁচেক আগে  পারি জমান প্রবাসে।

হানির বাবা  অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম খান। যিনি  কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে পদার্থ বিজ্ঞানের  ক্লাস নিতেন। 

দীর্ঘ কর্মজীবনে তিনি  সময়ে বিভিন্ন কর্মে  নিয়োজিত  থাকলেও জীবনের শেষ সময়ে  কলেজে  টিচার হওয়ায় তার পরিচিত খান প্রফেসর হিসেবে। 

পিছিয়ে নেই হানির মা জননী  আয়েশা সিদ্দিকা নাজমা । তিনিও অবসর নিয়েছেন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে।   সরে জমিনে দেখা যায়  অবসর নিলেও  পরিবারে ক্লাস নিচ্ছেন তিনি  ছেলের বউ রিম্পি সহ সবাইকে  গড়ছেন নিজের মত করে। 

হানির বড় ভাই আশরাফুল ইসলাম খান  হিরো, পিতামাতার  আদলে বড় হয়েছেন তিনিও মানব গড়ার কারিগর শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে ব্যস্ত রেখেছেন দীর্ঘদিন। নিজ এলাকায়  একটি প্রাথমিক বিদ্যালয়  প্রতিষ্ঠায় রেখেছেন অগ্রণী ভূমিকা। যদিও তিনি পেশা একজন সাংবাদিক  কুলাউড়া থেকে প্রকাশিত 

সাপ্তাহিক বেনীআসহকলার সম্পাদনার দায়িত্বে রয়েছেন তিনি। পড়ছেন আইন পেশা নিয়ে।  যিনি একসময় চা বাগানে  এসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্বে ছিলেন। 


লন্ডন প্রবাসী  আলাঊল ইসলাম  পরিবারের কনিষ্ঠপুত্র। তাই সে  মায়ের একটু বেশি আদরের । আদরের ছেলে লন্ডনে থাকলেও  মায়ের সাথে কথা বলা আর গল্প করা   যেন তার নিত্যদিনের ঘটনা। 

গল্প করতে গিয়ে  মায়ের কাছ থেকে   দীর্ঘ পাঁচ বছরে নানা ঘটনার  বর্ণনায়  চলে আসে বিভিন্ন চেনা অচেনা মানুষের নাম  সেই নামগুলো ডাইরিতে নোট করেন  আলাউল ইসলাম  খান। দেশে এসে  এদের সাথে কুশল বিনিময় করতে আয়োজন করেন আপ্যায়ন। যদিও সেখানে  যোগদান করে  নিকট আত্মীয় ছাড়াও  পরিচিতজনরা। 

শনিবার কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে  নিজ বাসায় আপ্যায়নের আয়োজন করা হয়  মায়ের গল্পে শোনা  বাবুর্চি রফিক মিয়া কে  মৌলভীবাজার থেকে রান্না করার জন্য আনা হলেও  স্থানীয়ভাবে রান্নাটি করে ফেলেন  বাবুর্চি মান্নান  তবে তাকে সহযোগিতা করেন রফিক মিয়া। 

আপ্যায়ন শালায় যোগ দিয়ে  প্রবাসী  হানিকে  দেশে  ফেরায় ফুলেল শুভেচ্ছা জানান  এ প্রতিবেদক  দৈনিক ঢাকার ডাক পত্রিকার  সিলেট ব্যুরো চীফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের   তথ্য ও  সম্প্রচার  মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত  সিলেট অঞ্চলের  প্রথম অনলাইন নিউজ পোর্টাল  আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক  এমদাদুর রহমান চৌধুরী জিয়া। এ সময় কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের  সহযোগী অধ্যাপক আবু জাফর, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, (আইডিইবি)কুলাউড়া উপজেলা শাখার  যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার  মিফতা  উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক  সৈয়দ আবুল কালাম,  ঠিকাদার মিশকাত মজিদ রুহিন,রুপ মনসুরী, জাসদ নেতা হাসান আহমদ রাসেল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের  সাবেক আহ্বায়ক  কামরুল হাসান বকস, দলিল লেখক সমিতির নেতা কাওসার আহমেদ বাবলু, মতছিন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  সোহেল আহমদ, সমাজসেবক সুলেমান চৌধুরী,কুলাউড়া উত্তর বাজারের  ফার্মেসী ব্যবসায়ী লিটন আহমেদ,  তরুণ সমাজকর্মী সাজু  সহ বিভিন্ন পর্যায়ের  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Post a Comment

Previous Post Next Post