কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন  আলোর নিশান ব্রাহ্মণ বাজার।

(২৬ আগষ্ট) শনিবার  দুপুরে ব্রাহ্মণ বাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে আলোর নিশানের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক সংসদ সদস্য, ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাশহুদ আহমদ, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব রায়, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহিদ খাঁন, প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়ারা রহমান মৃদুলা। শুভেচ্ছা বক্তব্য দেন ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জান্নাত প্রমি, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির ইবনে হাই।

এছাড়াও উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মাজহারুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন তালামীযের সভাপতি কামরুল ইসলাম, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মিসবাহুর রহমান, আলোর নিশানের উপদেষ্টা মীর খোকন,   অর্থ সম্পাদক মারুফ আহমদ, সদস্য আতিক আহমদ, কামরান ইসলাম, আব্দুল্লাহ আল তানিম, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

উল্লেখ্য জিপিএ-৫ প্রাপ্ত সহ দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post