বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নানা অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ২৩ জুলাই দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বড়লেখা থানার উপ-পরিদর্শক এএইচএম মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করেছে।

জানা গেছে, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, গুঁড়া মসলাতে ভেজাল মিশ্রণ করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ ঘোষিত দ্রব্য মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের ফ্যামিলি বাজারকে ৩০ হাজার টাকা, ফরিদ এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং রসমেলাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post