নিউজ ডেস্কঃ সিলেট-সুলতানপুর সড়কে শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে দক্ষিণ সুরমার জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩ টায় জালালপুর বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি মো. মুজাহিদ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দিনদিন সিলেট-সুলতানপুর সড়ক যাথায়াতের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। এই সড়কে কিছু দিন পরপর আমরা আমাদের আপনজনদের হারাচ্ছি। ফিটনেসবিহীণ সিএনজি অটোরিক্সা আর অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে ঘণঘণ এ সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা আইণ থাকলেও সেটি কার্য্যকর না হওয়ায় সড়ক আমাদের জন্য নিরাপদ হচ্ছেনা বলে মন্তব্য করেন বক্তারা। যত দ্রুত সম্ভব সিলেট-সুলতানপুর সড়কের বিভিন্ন স্থানে ডিভাইডার নির্মাণেরও দাবি জানান এলাকাবাসী। এসময় এ ধরণের মহতী উদ্যোগের জন্য জালালপুর উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান।
জালালপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান অপু ও দপ্তর সম্পাদক উজ্জল আহমদ নাহিদের যৌথ উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, সাংবাদিক খালেদ আহমদ, ইউপি সদস্য ফজির আলী, আব্দুল করিম তফই, শাহ জয়নাল, আব্দুল কাদির মুহিন, বাহার উদ্দিন কুটন, কামাল আহমদ কিরণ, নাজির হোসেন, লোকমান আলী, সালমান আলী সৌরভ, আব্দুল আহাদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক হাসান আহমদ এবং কোরআন তেলাওয়াত করেন সাইদুল আলম।
মানববন্ধনে জালালপুর উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ, স্কাউট সদস্যসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।