নিউজ ডেস্কঃ বিপুল উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ৬ মে শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে ৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন৷ পৌর শহরের লিটর স্টার একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে ভোট গ্রহন কার্যক্রম৷ নির্বাচনে ২৬২ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার উৎসব মুখর ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে বিকেল ৪ টায় সর্বসম্মুক্ষে এর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। এসময় নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন বাচ্চু, নির্বাচন এডহক কমিটির আহবাহক রেদোয়ান আহমদ, সদস্য সচিব শাহীন আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ম পালন করেন উপজেলা সমবায় অফিসার সোনামোহন বিশ্বাস।
নির্বাচনে সভাপতি পদে ১২৬ ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবু তাহের। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ মিয়া পেয়েছেন ৭৭ ভোট, সহ-সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমদ ডালিম, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহির মিয়া পেয়েছেন ৭৩ ভোট, সাধারন সম্পাদক পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুফিয়ান আহমদ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক মিয়া আফিয়ান ৭১ ভোট ও জুবের খান পেয়েছেন ১৭ ভোট।
সদস্য পদে ১১২ ভোট পেয়ে পুণরায় মোঃ পংকি মিয়া, ১১০ ভোট পেয়ে কাওসার আহমদ নিপার ও ১০৫ ভোট পেয়ে ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ পারভেজ রশিদ ৯২ ভোট ও সাজ্জাদুর রহমান সাজু ৫৬ ভোট পেয়েছেন। নির্বাচনে সহিংসতা এড়াতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে কুলাউড়া থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন।