২০ মে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণার দাবি



নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ আন্দোলনের ১০২তম বার্ষিকীতে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হলো আজ ২০ মে শনিবার।

চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক এস এম শুভ। কালিটি পুজোমণ্ডপে বিকাল ৪টায় অনুষ্ঠিত চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং চা শ্রমিক যুব সমাজ নেতা দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, কালিটি চা বাগানের পঞ্চায়েত সম্পাদক উত্তম কালোয়ার, চা শ্রমিক যুব সমাজের কৃষ্ণদাস অলমিক, দয়াল অলমিক, পরিবহন শ্রমিক নেতা সুজিত দেব, চা শ্রমিক পুরন উরাং, আরব আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা চা শ্রমিকের রক্তে রঞ্জিত ঐতিহাসিক ২০ মে কে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণা করে ভূমির মালিকানাসহ অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post