মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির সভাপতি কুলাউড়ার তানবীর


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণে পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি পদে কুলাউড়ার মাজহারুল ইসলাম তানবীর ও সাধারণ সম্পাদক পদে অনুপম মল্লিক আদিত্য কে মনোনীত করা হয়েছে।

সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্ঠাদের সাক্ষরিত প্যাডে ৫ এপ্রিল ২০২৩ আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমদন দেয়া হয়।  কমিটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম তানবীরকে সভাপতি হিসেবে  এবং সাধারণ সম্পাদক পদে অনুপম মল্লিক আদিত্য কে  মনোনীত করা হয়েছে ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ

সহ - সভাপতিঃ চয়ন কৃষ্ণ দেব, নিবাস দাস, সান সাহা অন্তর, অভিষেক দাস অর্ণব, যুগ্ন সাধারণ সম্পাদকঃ দোলন গৌড়, প্রশান্ত কুমার দাস, নাদিয়া সুলতানা জেরিন, জয়া নাইডু, সাংগঠনিক সম্পাদকঃ নাহিদুল ইসলাম চৌধূরী, ছাত্রী বিষয়ক সম্পাদকঃ সাজিদা নাজনীন মীম, অর্থ সম্পাদকঃ প্রত্যাশা দেব, দপ্তর সম্পাদকঃ হাফিজুর রহমান মুর্শেদ, প্রচার সম্পাদকঃ রেহনুমা জান্নাত ফাহি, শিক্ষা সম্পাদকঃ পিনাক দেবনাথ, প্রকাশনা সম্পাদকঃ হৃদয় কুমার কানু, আপ্যায়ন সম্পাদকঃ জাভেরিয়া খান, সহ-সম্পাদকঃ রুপা দে, শ্রাবনী সিনহা, সদস্যঃ শুভশ্রী শ্রেয়া, রিদিমা সুলতানা শৈলী। 

Post a Comment

Previous Post Next Post