বাংলা নববর্ষ উৎসব ১৪৩০ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রা



স্টাফ রিপোর্টার: নতুন মাস ও নতুন বছরের শুভ সূচনায় মৌলভীবাজারে বাংলা নববর্ষ উৎসবমুখর পরিবেশে ১৪৩০ পালিত হচ্ছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শুক্রবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রার র‌্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মহসীন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অনেকেই যোগদেন। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা একাডেমী অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে শুভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট পৃথক ভাবে মেয়র চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।





Post a Comment

Previous Post Next Post