হাজীপুরে ক্রিকেট লীগে চ্যাম্পিয়ান সূর্য তরুণ ক্রিকেট ক্লাব



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ক্রিকেট লীগ সিজন-৩ টুর্নামেন্টে সূর্য তরুণ ক্রিকেট ক্লাব ৩ নং ওয়ার্ড মনু প্লেয়ার্স গ্রাউন্ড ৪ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার (৪ মার্চ) হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্সের আয়োজনে কটারকোনা কে.সি স্কুল মাটে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সূর্য তরুণ ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান দলকে ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৬ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার বিতরণ করেন শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি ছিলেন আহমেদুর রহমান নোমান, শাহেদ নুর, আতাউর রহমান আতা, জুবের খাঁন, শেখ আতিকুর রহমান টুকু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবদুল মালিক চৌধুরী শামিম ও পুলকেশ নাগ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুলাউড়া উপজেলার মধ্যে ক্রিকেট দৃষ্টিনন্দিত করে তুলেছে হাজীপুর ইউনিয়ন ক্রিকেটার্স। সংগঠনটি এই নিয়ে ধারাবাহিকতায় বজায় রেখে সফলভাবে ক্রিকেট লীগ আয়োজন করে উপজেলায় হাজীপুর ইউনিয়ন মডেল হতে যাচ্ছে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মান্না ও সাধারণ অপুসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং প্রাইজমানির দাতা হলেন হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু।

Post a Comment

Previous Post Next Post