কুলাউড়ায় ১১২ পিস ইয়াবাসহ 'ইয়াবা জুবেল' আটক

 


নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা এলাকা থেকে ১১২ পিছ ইয়াবাসহ জুবেল মিয়া ওরফে ইয়াবা জুবেল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল (২২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার কাদিরপুর গ্রামের আটককৃত জুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশি করে তার হেফাজত থেকে নীল রঙের বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে ১১২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জুবেল মিয়া কুলাউড়া থানার ০৬ নং কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আমির আলির ছেলে। আটককৃত জুবেল মিয়া কুলাউড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং 'ইয়াবা জুবেল' নামে পরিচিত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় আরও ৪টি মাদক মামলা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post