৭ মার্চ উপলক্ষে কুলাউড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা



নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ বিকেলে কুলাউড়ায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে কর্মসূচিতে কুলাউড়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুলাউড়ার ইউএনও মো. মাহমুুদুর রহমান খোন্দকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাশার, প্রতিযোগিতার বিচারক উপজেলা সমবায় অফিসার সোনামোহন বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, প্রভাষক আব্দুল খালিক, শিশু একাডেমীর চিত্রাঙ্কন শিক্ষক জাহানারা বেগম, শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক প্রশিক্ষক সেবিন আক্তার, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post