নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান।
তিনি জানান, শনিবার দুপুরে পৃথিমপাশার রাজাপুর এলাকায় মনু নদীতে এক ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।