কুলাউড়ায় সাংবাদিকদের সাথে প্রবাসী আজাদ আহমদের মতবিনিময়



স্টাফ রিপোর্টারঃ ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি কর্তৃক অনুমোদিত ইংরেজি ভাষা শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রফিক’স কুলাউড়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় কুলাউড়া স্টেশন রোডস্থ রফিক’স ক্যাম্পাসের কার্যালয়ে আজাদ আহমদের প্রবাস গমন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে রফিক’স কুলাউড়া। মতবিনিময়ে বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই মন্তব্য করে রফিক’স কুলাউড়ার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

রফিক’স কুলাউড়ার সিইও রফিক সুমনের সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের পরিচালনায় এসময় মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, জুড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আব্দুল আজিজ, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাপ্তাহিক আমার কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মিফতা আহমদ রাফি, প্রত্যয়’র প্রতিষ্ঠাতা আজহার মুনিম শাফিন, রফিক’স কুলাউড়ার হেড অব ম্যানেজমেন্ট আজিম শাওন, ল্যাংগুয়েজ ইন্সট্র্যাক্টর নাজমুল ইসলাম, এক্সিকিউটিভ এবং কম্পিউটার প্রশিক্ষক রাশেদ চৌধুরী, এক্সিকিউটিভ ছালিম আহমেদ ও অফিস এক্সিকিউটিভ আব্দুস সামাদ। এসময় প্রবাসী আজাদ আহমদের কন্যা আনিসা ও রাইসাও উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রবাসী ব্যক্তিত্ব আজাদ আহমদের পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানার্থে এক চা-চক্র অনুষ্ঠিত হয়।








 

Post a Comment

Previous Post Next Post