নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এম এ মুমিন ও রাজেশ চন্দ্র চন্দর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, ইউপি সদস্য মো: মনু মিয়া, বিমল দাস, জাহাঙ্গির হোসেন, মো: নুর মিয়া, সাবেক ইউপি সদস্য লোকমান মিয়া, হোসেন রাজা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোমিন প্রমুখ।
অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবকগন উপস্থিত ছিলেন এবং অনেকেই শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। পরিশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগন।