স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে ৫০ টি সেলাইমেশিন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা মিলনায়তনে বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ৫০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন ও ২০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, কানটুপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তারসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব।