হাবিবুর রহমান ফজলু আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা বুধবার রাত ৯টায় ফেলকন হোটেলের হল রুমে পরিষদের সভাপতি হাজী রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এম, এ, হান্নান চৌধুরী হিরোর পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন আল আইন আওয়ামীলীগের আহবায়ক শামসুল আলম মাষ্টার, পরিষদের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা আকতার হোসেন বাদল, জসিম উদ্দিন, যুবলীগ আল আইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সেলিম তালুকদার, আবু তাহের ,গোফরান তালুকদার, আবদুল মালেক, মোঃ এমরান, মোঃ নাছের চৌধুরী, আসিফ তালুকদার, সাহাদাত সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করা হয়।