আল আইন আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন



হাবিবুর রহমান ফজলু আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত আল আইন আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা গত কাল  রোজ শুক্রবার ২৪ -২-২৩ রাত ৯টায় কাল কাট হোটেলের হল রুমে আল আইন  আওয়ামী লীগের আহ্বায়ক  ছামছুল আলম মাস্টার এর  সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর  পরিচালনায় অনুষ্টিত হয়।



সভায় বক্তব্য রাখেন আল আইন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ,  সিরাজুল ইসলাম, হাজী লোকমান হোসেন আনু, জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব  মোঃ সিরাজ মিয়া, মোঃ শামিম   আহমদ,আল মামুন জয় তারেক  যুগ্ম সচিব গিয়াস আহমদ, নুরুল ইসলাম, , করিম আহমদ রাজ, আজাদুল রহমান আজাদ সদস্য, মোঃ বাবুল মিয়া জাকির আহমাদ, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।   সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post