স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার ১৩ ফেব্রুয়ারি কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।
পরে মেলা প্রাঙ্গনে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানের সঞ্চালনায় ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাসের মোহাম্মদ রিকাবদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক মুহিম দে, গোপালগঞ্জ হেন্ডলুম এসোসিয়েশনের সভাপতি এমডি মোতাহার হোসেনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন বলেন, প্রতিবছর মেলার আয়োজন করার কথা থাকলেও করোনার কারনে বিগত দুই বছর মেলার আয়োজন করা যায়নি। মেলা আয়োজন করলে অন্যান্য জেলার ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বিক্রি ও অন্য জেলায় তার পরিচিত বৃদ্ধি পায় ও লোকজন ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হয়।