নিউজ ডেস্কঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুবসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলাউড়ার ছকাপনস্থ বড়দল গ্রামের (যুক্তরাষ্ট্র প্রবাসী) আবু সাঈদ আহমদ। তাঁকে এ পদে মনোনীত করায় তিনি এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুবসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ কমিটির গঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত সকল নেতৃবৃন্দকে জানাই অশেষ ধন্যবাদ। দেশ জাতি ও দলের এই ক্রান্তিকালে আমার উপর আজ যে দায়িত্বভার অর্পণ করা হলো তা যথাযতভাবে সুসম্পন্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও বহির্বিশ্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে আরো গতিশীল যুগপৎ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের হারানো গনতন্ত্র পুনরুদ্ধার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
বর্তমান সরকারের প্রতিহিংসার স্বীকার সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে কারাগার থেকে মুক্ত করে ও তাঁর যোগ্য উত্তরাধিকার, বাকশালী সরকারের মূর্তিমান আতঙ্ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-কে দেশের মাটিতে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, জনগনের ভোটাধিকার, ন্যায়-বিচার ও মৌলিক মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অঙ্গনে যুবদলের পতাকাকে সমুন্নত রেখে ইনশা আল্লাহ কাজ করে যাব।
কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত সকল নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার রাজনীতির চলার পথে দেশ ও প্রবাসে যারা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সমর্থন দিয়ে উৎসাহিত করেছেন আমি আমার সেই সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।