বিশেষ প্রতিনিধি: আর্ত মানবতার সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েসন্স সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে আরো একটি ঘর নির্মান করে দেয়া হয়েছে। গৃহ নির্মান কার্যক্রমের ধারাবাহিকতায় আরো দুটি ঘর নির্মানের কাজ চলছে।
আরব আমিরাতে বসবাসরত জুড়ী উপজেলার সকল সদস্যগনের সাহায্য ও সহযোগিতায় ঘরগুলো নির্মান করা হচ্ছে। ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম (শেলু), ইউপি সদস্য দছির উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আব্দুল মুনিম (সদস্য কার্য নির্বাহী কমিটি ও সহ সাধারন সম্পাদক) জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েসনস (ইউএই) ভার্চুয়ালে অংশ গ্রহন করেন মুহাম্মদ জুবের আহমদ (সভাপতি জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েসন্স) ইউএই।