নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ৪৯ পিস ইয়াবাসহ জমির আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। সোমবার ৩০ জানুয়ারি রাতে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল পৌরসভার শিবির রোডের রেল ক্রসিং এলাকা থেকে জমির আলীকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪৯ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মিরাশী গ্রামের সিরাজ আলীর ছেলে।
তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত জমির আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।