অনলাইন পোর্টাল প্রিয় বাংলা'র ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠান



নিউজ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্টান পালন করা হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারী রাতে চামি ইয়ামি চায়নিজ বাংলা রেস্টুরেন্ট-এ কেক কাটা, পরিচালকদের সংবর্ধন ও আলোচনাসভা অনুষ্টিত হয়।

প্রিয় বাংলা'র সম্পাদক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় ও উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী আফতাব আলী কল্যান ট্রাস্টের চেয়ারম্যান, প্রিয় বাংলা'র পরিচালক শাজান মিয়া, যুক্তরাষ্ট্রেস্হ ইনক এর সাধারণ সম্পাদক প্রিয় বাংলা' পরিচালক জাবেদ আহমেদ, উপদেষ্টা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান স্বজল, টি ভি এফ চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম শামিম, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম,প্রবাসী সংবর্ধিত অতিথি মোতাহির হোসেন,আজিজুল হক স্বপন, প্রেসক্লাব সিঃ সহ সভাপতি ময়নুল হক পবন,অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি সঞ্জয় দেবনাথ, সংগঠক বার্তা কুলাউড়ার প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম মামুন,কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রুবেল প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সংর্বধিত ৩ অতিথি কে সম্মাননা স্বারক তুলে দেন সবাই। শেষে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্পাদক। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিন্টু দেশোয়ারা,কল্যান প্রসূন চম্পু, এস আলম সুমন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, সাংবাদকর্মি আশিকুর ইসলাম বাবু মহিউদ্দিন রিপন, আশরাফুল আলম জয়েল, পাবেল বক্স,আজহার মুনিম শাফিন, আহমেদ সুনিম,বয়েজ অব কুলাউড়া'র পক্ষ থেকে  ফুলেল শুভেচছা নিয়ে আসেন মুমিনুর রহমান অনিক,রাহিমুর রহমান মান্নসহ আরো অনেকেই।





Post a Comment

Previous Post Next Post