নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মো. ওয়াহিদ আলী (২৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুলাউড়ার লংলা-টিলাগাঁও রেলস্টেশনের মধ্যবর্তী আমানীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলটি শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানার অধীনে হওয়ায় সেখানকার পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুরের বাসিন্দা মৃত দছু মিয়ার পুত্র ওয়াহিদ আলী বাড়ির কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। পেছন থেকে ঢাকা থেকে সিলেটমুখী দ্রতগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ওয়াহিদকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই মো. রায়হান উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।