কুলাউড়ায় চন্দ সমাজ কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা চন্দ সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার কুলাউড়া কালীবাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হলেন- কৃপাময় চন্দ্র শীল, সহ -সভাপতি জ্যোতিষ চন্দ, বাবুল চন্দ, জয়দেব চন্দ, গৌরাঙ্গ চন্দ, ফণীভূষণ চন্দ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক চন্দ, অনাদি চন্দ, অসিত চন্দ, গৌতম চন্দ,কোষাধ্যক্ষ চন্দন কুমার শীল, সহ - কোষাধ্যক্ষ রুপেশ চন্দ,অর্থ সম্পাদক চন্দন কুমার শীল, সহ অর্থ সম্পাদক রুপেশ চন্দ, আইন বিষয়ক সম্পাদক শম্ভু লাল চন্দ, লিটন চন্দ, দপ্তর সম্পাদক সুজন চন্দ, সহ দপ্তর সম্পাদক পংকু চন্দ্র শীল, সমাজ কল্যাণ সম্পাদক অরবিন্দু চন্দ, সহ সমাজ কল্যাণ সম্পাদক বিধান চন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল শীল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চন্দ, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রাজেশ চন্দ, সাহিত্য সংস্কৃতির সম্পাদক দীপংকর চন্দ লিটন,সহ সাহিত্য সংস্কৃতির সম্পাদক নয়ন চন্দ, সম্মানিত সদস্য সর্বশ্রী রঞ্জন চন্দ, নিলমনি চন্দ, কানু শীল,বিনয় চন্দ, মিন্টু চন্দ, পাপ্পু চন্দ,উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ চন্দ, বেনু মাধব চন্দ, অন্তত সদয় চন্দ, জিতেন্দ্র চন্দ, জগদীশ চন্দ বাদল,লনি চন্দ সুশীল চন্দ।





Post a Comment

Previous Post Next Post