নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে দলের চৌমুহনীস্থ কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহসভাপতি অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. অরুণাভ দে, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম সোহাগ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান ফুল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল আলম মিঠু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সদস্য ও পৌর সভাপতি খোরশেদ আলী, সদস্য ফখরুল ইসলাম বখস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহীন আহমদ, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগ নেতা তৈমুছ আলী, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক অশোক চন্দ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, জয়চণ্ডী ইউপি আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, পৌর যুবলীগ নেতা পাবেল বখস প্রমুখ।
সমাপনী বক্তব্যে সভাপতি রফিকুল ইসলাম রেনু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জিত হলেও তা পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। সবাইকে এখনও সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ পরাজিত শক্তির দোসররা এখনো নানা ষড়যন্ত্রে তৎপর। মনে রাখবেন, মানুষ বিজয়ের আনন্দ ভুলে গেলেও পরাজয়ের গ্লানি ভুলতে পারে না।