কুলাউড়া দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ



মাহফুজ শাকিল: কুলাউড়া উপজেলায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার ২৩ জানুয়ারি দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সাবেক কাউন্সিলর ও বেগম রোকিয়া কল্যঠু ট্রাস্টের সভাপতি মতিউর রহমান মতই এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখার হোসেন ভুঁঞা, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতস্থ জুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশের সভাপতি রহমত আলী সুয়েব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম, আতিকুর রহমান আখই। প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরু, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সমাজসেবক আতাউর রহমান আতা, ব্যবসায়ী মোঃ মুক্তাদির আলী মতাই মিয়া, এইচ ডি রুবেল, হাফিজ বদরুল ইসলাম মুজিবুর রহমান, পারভেজ আহমদ, সুহেল সিদ্দিকী, ইমন আহমদ, দিলু মল্লিক, মিলাদ হোসেন সুজন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post