নিউজ ডেস্কঃ কুলাউড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ৩ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও রাবেয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ. দা.) মো. আবুল বাসার ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়িতা সুফিয়া রহমান ইতি ও রেখা রানী দাস।
সভাশেষে উপজেলা পর্যায়ে ৩ জয়িতার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুলাউড়া পৌরসভার সুফিয়া রহমান ইতি, সমাজ উন্নয়নে কাদিপুরের রেখা রানী দাস ও সফল জননী বনগাঁওর চম্পা বেগমকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
সভায় অতিথিরা বলেন, বেগম রোকেয়া নারী জাতির অগ্রপ্রতিক। পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে তার অগ্রণী ভূমিকা স্মরণীয় হয়ে রয়েছে। বেগম রোকেয়ার আর্দশে আমাদের নারী সমাজ এগিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীর ক্ষমতায়ণ আরও বৃদ্ধি পাবে।