বীর মুক্তিযোদ্ধার জন্মদিনে নবীগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প



নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হাফিজুর রহমান চৌধুরীর ৬৭তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধার বাসভবন নবীগঞ্জের শিবগঞ্জ বাজারে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার।

 মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান,  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধার বড় সন্তান এমটি সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার গৌড় প্রসন্ন রায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান, জালাল আহমেদ, গৌর চন্দ্র রায়, কমরু মিয়া, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী। এদিন প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদানসহ ৬৭০ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ১৪ ব্যাগ রক্তদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post