স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ৯২তম জন্ম দিন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ।
৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর মৌলভীবাজার শহরতলীর কুচারমহল এলাকায় হজরত শাহ খোয়াজ (র:) এতিমখানা ও হাফিজয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া ও এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক এমপি এম নাসের রহমান, স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি মো: বদরুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন বাবু, আজিজুর রহমান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন, সদস্য এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম।
উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন মাতুক, মো: হেলু মিয়া, বকশী মিছবাহ উর রহমান, কুলাউড়ার রাতগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, রুহেল আহমদ ও হজরত শাহ খোয়াজ (র:) এতিমখানা ও হাফিজয়া মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকরা।
বিশ্যবরণ্য অর্থনীতিবীদ মরহুম এম সাইফুর রহমান ১৯৩২ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন মৌলভীবাজারের বাহারমর্দনে। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি ব্রাম্মণবাড়িয়ার খরিয়ালা নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছোনুযায়ী গ্রামের বাড়ি বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।