দুবাইয়ে মৃত্যুর চার দিন পর দেশে আসলো কুলাউড়ার মতলিবের লাশ



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আব্দুল মতিন মতলিব (৬৮)  নামক এক প্রবাসী গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের ফজিরা শহরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর চার দিন পর আজ (৭ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ৭টার একটি ফ্লাইটে লাশ দেশে এসে পৌছায়। সন্ধ্যা সাড়ে ৬টা মরহুমের গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মৃত দুবাই প্রবাসী মতলিবের বাড়ী উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানাযায়, দীর্ঘ ৩৬ বছর থেকে প্রবাসে বসবাস করছেন তিনি। গত ২ বছর আগে দেশে ছুটি কাটিয়ে গেছেন। সংযুক্ত আরব আমিরাতের ফজিরায় নিজ কর্মস্তলে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ট্রোক করে মৃত্যু বরণ করছেন বলে ঘোষনা করে। পরে লাশ দেশের আনার সকল কার্যক্রম শেষে শুক্রবার সকালে লাশ দেশে এসে পৌছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Post a Comment

Previous Post Next Post