নিউজ ডেস্কঃ কুলাউড়ায় বিলের পানিতে ডুবে তাওহীদুল ইসলাম তাজিম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তাজিম ওই এলাকার আশরাফুল আজমের ছেলে।
নিহত শিশু তাজিমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তাজিম তার ফুফুতো ভাইয়ের সাথে গরু নিয়ে বাড়ির পাশের হাওরে যায়। দুপুরের কোনো একসময় ফুফুতো ভাইয়ের অগোচরে তাজিম হাওরের বিলের পানিতে পড়ে যায়।
পরে তাজিমের ফুফুতো ভাই তাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানিতে তার মৃত দেহ ভাসতে দেখেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাজিমকে সেখান থেকে মৃত উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।