নিউজ ডেস্কঃ কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
শনিবার ১ অক্টোবর দুপুরে তিনি জুড়ীতে যাওয়ার পথে কুলাউড়ায় পৌঁছালে পৌরসভার সম্মুখে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সম্পাদক আবু সায়হাম রুমেলসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন ও সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের মেয়ের আকিকা অনুষ্ঠানে অংশ নিতে তিনি শনিবার সকালে বিমানযোগে সিলেটে পৌঁছান। পরে সড়কপথে তিনি কুলাউড়া হয়ে জুড়ীতে জাকির হোসাইনের বাড়িতে যান।