স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে মাসব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ৬ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানু: বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আক্তার সহ অন্যান্যরা।
মেলায় বিনোদনের জন্য নাগর দোলা, নৌকাসহ কয়েকটি আইটেম রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারনের লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। মাসব্যাপী মেলায় ৬১ টি স্টল স্থান পেয়েছে।